সিদ্ধন্তের ২২ দিন পরেও সঞ্চয়পত্রের উৎসে কর কমে নি
সিদ্ধান্তের ২২ দিন পরও ৫ লাখ টাকার সঞ্চয়পত্রে ১০ শতাংশ উৎসে কর কাটা হচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানালেন, আদেশ জারি না হওয়ায় ৫ শতাংশ কর হার এখনও কার্যকর হয়নি। এছাড়া, বর্ধিত হারে কেটে নেয়া করের টাকাও ফেরত দেয়া হবে না বলে জানালেন তিনি।
বাজেটে সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর পাঁচ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়।
সমালোচনার মুখে ২৯ জুলাই ৫ লাখ টাকার সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ করার ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
কিন্তু এখনও ১০ শতাংশ উৎসে করই কাটা হচ্ছে। এতে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, এনবিআর আদেশ জারি না করায় বাস্তবায়ন হয়নি সংশোধিত সিদ্ধান্ত।
দুই একদিনের মধ্যে আদেশ জারি হবে জানালেন এনবিআর চেয়ারম্যান। তবে যাদের কাছ থেকে বাড়তি কর এরই মধ্যে কেটে নেয়া হয়েছে তা ফেরত দেয়া হবে না বলে জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান জানান, ২০১৬ সালের আগেও সঞ্চয়পত্রে উৎসে কর ছিল ১০ শতাংশ।
খবর সারাবেলা / ২১ আগস্ট ২০১৯ / টি আই
 
                                 
			
          
				 
				 
				 
				 
				



