সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী প্রয়াত
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন।শুক্রবার রাত ৯টা নাগাদ ভারতের পশ্চিমবঙ্গের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০। খবর জি নিউজেরখবরে বলা হয়েছে, অনেক দিন ধরে ফুসফুসের সমস্যা ও সিওপিডি রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।
পথেই তিনি মৃত্যুবরণ করেন।সোনামন মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত দেশ ভাগের পরে বাংলাদেশ থেকে কোচবিহারে চলে যান সোনামন মুখোপাধ্যায়। এরপর শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে বিয়ে করেন তিনি।
খবর সারাবেলা / ২৮ আগস্ট ২০২১ / এমএম