সাতক্ষীরার শ্যামনগরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ
সাতক্ষীরার শ্যামনগরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নির্মাণ শ্রমিক সাদেক হাজারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রলি চালক আবুল কালাম।
শুক্রবার সকাল ৭টার দিকে শ্যামনগর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক হাজারী পারুলগাছা গ্রামের শামছুর হাজারীর ছেলে।
পুলিশ জানায়, শ্যামনগর ফিলিং স্টেশনের সামনে কালিগঞ্জগামি একটি ট্রলির সাথে বিপরিত দিক থেকে আসা একটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় মোটরসাইকেল চালক সাদেক হাজারি ও ট্রলি চালক আবুল কালাম। মোটরসাইকেল চালককে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত ট্রলি চালক আবুল কালাম সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর সারাবেলা / ৩০ আগস্ট ২০১৯ / টি আই