সারাদেশে ৭৭৮৫ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

August 30, 2020

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভয়াবহ প্রাণঘাতী করোনাভাইরাসে ঢাকাসহ সারাদেশে চিকিৎসক, নার্সসহ মোট ৭ হাজার ৭৮৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।

কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে ২ হাজার ৬৮৮ জন চিকিৎসক, ১ হাজার ৯৩১ জন নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৩ হাজার ১৬৬ জন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ড. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুলহক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, সারাদেশে মোট আক্রান্ত চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকায় ২৬ শতাংশ। ঢাকায় ভাইরাসটিতে আক্রান্ত চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।

তাদের মধ্যে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকাতে ৮০৮ জন চিকিৎসক, ৭৭৬ জন নার্স এবং ৪৪০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত কিংবা করোনার উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৮১ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। দেশে এখন পর্যন্ত ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৬ জনের। শনিবার একদিনে ভাইরাসটিতে ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার ১৩১ জন। আক্রান্তেদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।

খবর সারাবেলা / ৩০ আগস্ট ২০২০ / এমএম