অনলাইন ক্লাস রুম সেবা নিয়ে সাদিকের লিডসাস

দেশে করোনার এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়া সচল রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে দেশের প্রথম শিক্ষাবিষয়ক ওয়ান স্টপ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান লিডসাস লিমিটেড।যারা প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে যাচ্ছে।

লিডসাসের প্রতিষ্ঠাতা সাদিক আল সরকারের আইডিয়ায় তাদের ইনোভেশন টিম তৈরি করেছে লিডসাস অনলাইন ক্লাস রুম সফটওয়্যার যা গুগল প্লে স্টোরে sas online classroom নামে পাওয়া যাবে বলে জানান সাদিক। লিডসাস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাদিক আল সরকার বলেন, ‘জুলাইয়ের প্রথম দিকে এই অ্যাপ্লিকেশন বাজারে ছাড়া হবে।

প্রথমে তারা লিডসাসের এনলিস্টেড রেগুলার ক্লাইন্ট স্কুল কলেজগুলোতে এই সেবা প্রদান করবেন।’তিনি আরো বলেন, ‘ধাপে ধাপে তারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এই সেবা ছড়িয়ে দিবে এবং ৩য় ধাপে দেশের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেবা প্রদান করবেন।’

খবর সারাবেলা / ১৪ জুন এপ্রিল ২০২০ / এমএম