সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কুচপুকুর বাইপাস সড়কের পাশ থেকে কবিরুল ইসলাম (৪২) নামের ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত কবিরুল কুচপুকুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, কবিরুল ইসলাম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচটি হত্যা মামলা রয়েছে। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পান তিনি। তিনি বলেন, বুধবার মধ্যরাতে কুচপুকুর এলাকায় দুদল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে কবিরুল ইসলাম নিহত হন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

খবর সারাবেলা/ ০৫ সেপ্টেম্বর ২০১৯/ টি আই