সাগর-রুনির ছেলের অভিভাবকত্ব নিয়ে দাদী-নানী আদালতে
সাগর-রুনির ছেলে মেঘ’র অভিভাবকত্ব নিয়ে দুই পরিবারে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। বাবা মায়ের হত্যার চার্জশীট ৭ বছরে না হলেও এবার তাদের সন্তানের অভিভাবকত্ব নিয়ে আদালতের দুয়ারে হাজির হয়েছেন দাদী-নানী।
মেঘ’র ইস্যুতে অনেকটাই মুখোমুখি সাগর-রুনির দুই পরিবার। মেঘকে নিয়ে এ দুই পরিবারের চলছে শীতল যুদ্ধ। আদালত সূত্র বলছে, পারিবারিক আদালতে মেঘের নানী ও দাদী মামলা লড়ছেন অভিভাবকত্ব নিয়ে।
তবে পারিবারিক আদালতে যত দ্রুত নিষ্পত্তি হবে দুই পরিবারের মামলা, ততই মেঘের জন্য মঙ্গল হবে বলে মনে করে রাষ্ট্রপক্ষ।
খবর সারাবেলা/ ০৬ সেপ্টেম্বর ২০১৯/ টি আই