সর্বনাশা করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু আড়াই লাখ ছাড়িয়েছে

সর্বনাশা করোনাভাইরাস দাপট দেখাচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এরই মধ্যে আড়াই লাখের বেশি মানুষ কোভিড ১৯-এ মারা গেছেন। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যানুযায়ী, রোববার বেলা ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ২ লাখ ৫১ হাজার ২৫৬ জন। আর করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ১২ লাখ ২৬ হাজারের বেশি মানুষ।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই দেশটিতে ১ লাখ ৫৭ হাজার ৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ১ হাজার ২৬০ জন।এর আগের দিন যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৩ হাজার ৫২৭ জন করোনায় আক্রান্ত হন। মারা যান ১ হাজার ৩৯৫ জন।করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৯১ হাজার ৩১ জন।

রোববার বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ৭৫২ জন। আর মারা গেছেন ১৩ লাখ ১৮ হাজার ২৭৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৯৬ জন।

খবর সারাবেলা / ১৫ নভেম্বর ২০২০ / এমএম