সন্ধ্যা ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠ নামবে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে কাতার বিশ্বকাপজয়ী মেসির আর্জেন্টিনা। চীনের বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখনও কাতার বিশ্বকাপ জয়ের রেশ কাটিয়ে উঠেনি। সবশেষ টানা ৮ ম্যাচে অপরাজিত আলবিসেলেস্তারা।কুরাকাওর বিপক্ষে সর্বশেষ ম্যাচে প্রথমার্ধে ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির হ্যাট্রিকে ৭-০ গোলে জিতেছিল মারাদোনার উত্তরসূরিরা।

অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল যেখানে ২-১ গোলে জয় পায় মেসিরা। ম্যাচটিতে মেসির পাশাপাশি গোল করেছিলে সদ্য চ্যাম্পিয়নস লীগ জয়ী জুলিয়ান আলভারেজ।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলতে জায়গা করে চমক দেখিয়েছিল অস্ট্রেলিয়া। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে দলটির অবস্থান ২৯তম। আর্জেন্টিার পর ইংল্যান্ডের সঙ্গে আরেকটি প্রীতি হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

খেলা দেখবেন যেভাবে

বিশ্বব্যাপী মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে ভক্তদের মাতামাতি চরম মাত্রায় থাকলেও বাংলাদেশি ভক্তদের জন্য দুঃসংবাদই থাকছে। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের আজকের ম্যাচটি সরাসরি কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে বিকল্প উপায়ে ম্যাচটি উপভোগের সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল ১০ এবং লাইভ স্ট্রিমিং প্যারামাউন্ট প্লাস ও ১০ প্লেতে সরাসরি দেখা যাবে ম্যাচটি। তবে বিশ্বের যে কোনো স্থান থেকে লাইভ স্ট্রিমিং সাইট ফ্যানাটিজ-এ সরাসরি দেখা যাবে। অন্যদিকে সরাসরি লাইভ স্কোর দেখা যাবে ফোটমোবে(fotmob)।

খবর সারাবেলা / ১৬ জুন ২০২৩ / এমএম