শুরু হচ্ছে শারদ সাজে ‘দিদি-২০২০’
বিশ্বরঙ সুদীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্রান্ড হিসেবে পরিচিত একটি নাম। এই ২৫ বছরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে বিশ্বরঙ।
সেই ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে অনলাইন রিয়েলিটি শো ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি-২০২০’। দেশের যেকোনও প্রান্ত থেকে যেকোনও বয়সের, যেকোনও ধর্মের মেয়েরা অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায়। বায়োডাটা সহ শারদ সাজে ছবি ও ভিডিও পাঠিয়ে দিতে হবে বিশ্বরঙের দেওয়া ইমেইল অ্যাড্রেসে।
রেজিষ্ট্রেশন করতে কোনও ফি দিতে হবেনা। শারদ সাজে ছবি ও ভিডিও পাঠানোর শেষ সময় ০৪ সেপ্টেম্বর ২০২০। অনলাইন রিয়েলিটি শোতে বিচারক
খবর সারাবেলা / ১৪ আগস্ট ২০২০ / এমএম