শিশুর হেপাটাইটিস প্রতিরোধে
যকৃতে প্রদাহ হলে তাকে হেপাটাইটিস বলা হয়। এই সংক্রমণ বিভিন্ন কারণে হতে পারে। শিশুরও এই রোগ হতে পারে। গর্ভবতী মায়ের শরীরে বি ভাইরাস থাকলে গর্ভস্থ সন্তানও সংক্রমিত হতে পারে। এছাড়াও অপরিশোধিত ক্ষুর, রেজর, ব্লেড ইত্যাদিতে শিশুর শরীরে কাটাছেড়া হলেও সংক্রমনের আশঙ্কা থাকে। হেপাটাইটিস বি হলে যত্ন নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিতে হবে। কিন্তু শিশুর হেপাটাইটিস বি প্রতিরোধে কি করবেন?
চলুন জেনে নাই:অপরিশোধিত ক্ষুর, রেজর, ব্লেড ইত্যাদিতে শিশুর শরীরে কাটাছেড়া হলে হেপাটাইটিস সংক্রমনের আশঙ্কা থাকেঅপরিশোধিত ক্ষুর, রেজর, ব্লেড ইত্যাদিতে শিশুর শরীরে কাটাছেড়া হলে হেপাটাইটিস সংক্রমনের আশঙ্কা থাকে
শিশুকে ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ পান করাতেই হবে। সম্ভব হলে জন্মের পরবর্তী দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। ফিডার বা বোতলের মাধ্যমে দূষিত পানি শরীরে প্রবেশ করতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।শিশুকে স্যানিটেশন ও টয়লেট হাইজিন শেখান।
সময়মতো আপনার শিশুকে টিকা দিন। বর্তমানে হেপাটাইটিস বি প্রতিরোধক টিকা টিকাদান কর্মসূচীর অংশ। বিশেষত থ্যালাসেমিয়ায় আক্রান্ত অথবা বারবার রক্ত দিতে হয় এমন শিশুকে এই টিকা দিতে হবে।শিশুর শরীরে রক্তের প্রয়োজন হলে রক্ত নিরাপদ কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে।মায়ের দেহে বি ভাইরাস থাকলে শিশু জন্মানোর ১২ ঘণ্টার ভেতর প্রথম টিকা দিন।শিশুর বয়স এক বছর পূর্ণ ৬ থেকে ১২ মাসের বিরতিতে দুই ডোজ হেপাটাইটিস এ প্রতিরোধক টিকা দিতে পারেন।
খবর সারাবেলা / ০৩ সেপ্টেম্বর ২০২২ / এমএম