শিগগিরই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

August 24, 2020

শিগগিরই খুলছে না দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কপাট। আগামী মাসে (সেপ্টেম্বর) প্রতিষ্ঠানগুলোর খোলার একটি আভাস দেয়া হলেও করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি অনুক‚লে না আসায় এখন সেই সম্ভাবনা একেবারেই নেই।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্য ডিসেম্বরের আগেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে প্রাথমিক শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা নেয়ার আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। যদিও কেন্দ্রীয়ভাবে পিএসসি পরীক্ষা না নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে সমাপনী পরীক্ষা নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শিক্ষার্থীদের বিষয়ে কোনো ঝুঁকি নেয়া হবে না। পরিস্থিতি অনুকূলে আসলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে।

রোববার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি অনুকূলে আসামাত্রই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে সরকার। জাতীয় শোক ও জাতীয় দিবস উপলক্ষে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হয়ে এ কথা বলেন।

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

শিক্ষার্থীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন। পরিস্থিতি অনুক‚লে এলেই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

সেপ্টেম্বর মাসে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার মতো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন। এবার কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা না নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে এই পরীক্ষা নিতে প্রধানমন্ত্রীর কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছে, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নে গণশিক্ষা সচিব বলেন, ‘শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু গতকাল বলেছেন যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখনো কোনো পরিবেশ তৈরি হয়নি। আপনারা নিজেরাও বোঝেন আসলে পরিবেশ তৈরি হয়েছে কি হয়নি। ‘এখন যে অবস্থা, এখনো কিন্তু ২০-২২ শতাংশ (নমুনা পরীক্ষার বিবেচনায় ?শনাক্ত রোগীর হার)। স্কুল খুললে অভিভাবকরা চলে আসবে। তাদের আমরা ঝুঁকির মধ্যে ফেলব কেন? সেটা আমাদের চিন্তা করতে হবে। আমরা মনে করছি যে আসলে তো এখনো পরিবেশ তৈরি হয়নি।’

গণশিক্ষা সচিব আকরাম বলেন, পরিস্থিতির উন্নতি হওয়ায় কিছু কিছু দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর আবার সেগুলো বন্ধ করে দিতে হয়েছে। সেজন্য আমরা মনে করছি আমাদের বাচ্চাদের ঝুঁকির মধ্যে না ফেলাটাই সমীচীন হবে। সেজন্য আমরা সরকারের সাথে আলোচনা করে দুই মন্ত্রণালয় সিদ্ধান্ত নেব স্কুল কখন খোলা যায়। সেপ্টেম্বরে খোলার মতো পরিবেশ হয়নি এখনো।

করোনা ভাইরাস মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে, তবে এর পরও স্বাভাবিক ক্লাসে ফেরার পরিবেশ হবে কি না, সে নিশ্চয়তা নেই। গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও মহামারীর কারণে তা আটকে আছে। অষ্টমের সমাপনী পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আর পঞ্চমের সমাপনী পরীক্ষা নিজ নিজ বিদ্যালয়ে নিতে ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক সমাপনী নিয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া গেছে কি না, সেই প্রশ্নে সচিব আকরাম বলেন, ‘আমরা বলেছি যে স্ব স্ব স্কুলগুলো পরীক্ষা নেবে যদি স্কুল খুলতে পারি। কেন্দ্রীয় পরীক্ষা না নেয়ার জন্য প্রস্তাব আছে। যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে স্ব স্ব স্কুল পরীক্ষা নেবে, তবে সেই অনুমোদন এখনো আসেনি।’

প্রাথমিকের শিক্ষাবর্ষ দীর্ঘায়িত হবে কি না- এই প্রশ্নে সচিব বলেন, না। আমরা বলিনি জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত টানব। মুখ্য সচিবের সাথে যে মিটিং হয়েছিল, সেখানেও সিদ্ধান্ত হয়েছিল যে এই বছরের মধ্যে শেষ হবে। আমরা আশা করছি ডিসেম্বরের আগে স্কুলগুলো খুলতে পারব। খুলতে পারলে আমরা যে ৩৫ শতাংশ পড়িয়েছি এবং ঘরে বসে টিভি ও রেডিওর মাধ্যমে পাঠদান করছি, স্থানীয় শিক্ষকরা পড়াচ্ছেন, তাই আমরা এখনি বলছি না যে অটো পাস। পরীক্ষা নেয়ার সময় পেলে যে পর্যন্ত পড়িয়েছি সেটার মধ্যে স্কুলগুলো প্রশ্ন করে পরীক্ষা নেবে। তার পরও যদি না নিতে পারি, সেটার জন্য অপেক্ষা করতে হবে।’

খবর সারাবেলা / ২৪ আগস্ট ২০২০ / এমএম