শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপিদের জন্য পৃথক তল্লাশি গেট চালু

September 5, 2019

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ভিআইপিদের জন্য পৃথক তল্লাশি গেট চালু করেছে সিভিল এভিয়েশন। তবে নিরাপত্তা তল্লাশি পার হয়েই ভেতরে যেতে হবে ভিআইপিদের।

এই গেটে বিমানবন্দরের কর্মী ও ক্রুরা প্রবেশের সুবিধা পাবেন।

শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে ভিআইপিদের জন্য পৃথক গেইট ও লাউঞ্জ রয়েছে। সবশেষ অভ্যন্তরীণ টার্মিনালেও ভিআইপদের জন্য আলাদা ব্যবস্থা করা হল। যদিও এখানে আর্চওয়ে, ল্যাগেজ স্ক্যানার পার হয়েই যেতে হবে তাদের।

 

তবে কর্তৃপক্ষ বলছে ভিআইপি নয়, যাত্রীদের সুবিধার জন্য ভিন্ন ব্যবস্থা করা হয়েছে। শাহজালালের পরিচালক বলছেন, যাত্রী সুবিধায় নতুন গেইট যুক্ত করা হয়েছে।

 

খবর সারাবেলা/ ০৫ সেপ্টেম্বর ২০১৯/ টি আই