শাকিবের নায়িকা হওয়ার খবর নাকচ করলেন কোয়েল

October 16, 2019

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের নায়িকা হওয়ার কথা নাকচ করলেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক।শাকিব খানের বিপরীতে ‘হ্যাকার’ নামে নতুন একটি চলচ্চিত্রে নায়িকা হিসেবে তার অভিনয়ের খবর গণমাধ্যমে এলেও তা অস্বীকার করেছেন এ অভিনেত্রী।

শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আলোচিত পরিচালক মালেক আফসারী।পরিচালকের বরাতে বিভিন্ন গণমাধ্যমে এ চলচ্চিত্রে শাকিবের নায়িকা হিসেবে কোয়েল মল্লিকের অভিনয়ের খবর প্রকাশ হয়।

তবে এ ছবির ব্যাপারে পরিচালকের সঙ্গে কোনো আলাপ হয়নি বলে নিশ্চিত করেছেন কলকাতার এ অভিনেত্রী।কোয়েল বলেন, এ ধরনের কোনো ছবির ব্যাপারে বাংলাদেশের কারও সঙ্গে আমার আলাপ হয়নি। বিষয়টি নিয়ে অনেকে ফোন করছেন। এই সংবাদ পুরোপুরি মিথ্যা। শাকিবের ‘আগুন’ ও ‘বীর’ চলচ্চিত্রের শুটিং শেষ হওয়ার পর ‘হ্যাকার’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে বলে জানা গেছে।

খবর সারাবেলা/ ১৬ / অক্টোবর ২০১৯ / এমএম