শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরোতে। ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ১ মাত্রার।মেক্সিকোর সিসমোলজিকাল সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে এ ভূমিকম্প হয়। এতে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেলও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর আনাদোলুর।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কম্পন শুরু হতেই লোকজন বাড়ির বাইরে বেরিয়ে আসে। তবে এখন পর্যন্ত হতাহত বা কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়াল লোপেজ ও ব্রাডর জানান, গেরেরো রাজ্য এবং এর সংলগ্ন রাজ্যগুলোতে কোনো মৃত্যুর ঘটনা বা উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির নৌসচিব বলেন, ভূমিকম্পের ফলে কোনো সুনামি হওয়ার সম্ভাবনা নেই।ভূমিকম্পের ২২ ঘণ্টার সিএসটি হিসাবে বেশ কিছু আফটারশক হয়েছে। সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৫ দশমিক ২ মাত্রার।
খবর সারাবেলা / ০৮ সেপ্টেম্বর ২০২১ / এমএম