রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির চেষ্টা করার জন্য এনজিওগুলোর প্রতি আহ্বান

August 30, 2019

ব্যবসায়িক মনোভাব ত্যাগ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির চেষ্টা করার জন্য এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে এনজিওগুলোর শুধু ব্যবসার মনোভাব ত্যাগ করতে হবে। আর তাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করুন। আপনারা আরও দায়িত্বশীল মনোভাব তৈরি করুন। মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করুণ। এটাই আমরা চাই।

আজ শুক্রবার (৩০ আগস্ট) ইসলামী ফউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সভাপতি গোলাম মওলা নকশে বন্দি প্রমুখ।

খবর সারাবেলা / ৩০ আগস্ট ২০১৯ / টি আই