রোনালদো-কাভানিতে জয়ে ফিরল ম্যান ইউ

গেল রবিবার ঘরের মাঠে সালাহ-মানেদের লিভারপুলের কাছে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৫-০ গোল ব্যবধানের এমন হারে শঙ্কায় পড়েছিল কোচ ওলে গুনার শুলসারের ভবিষ্যতও। তবে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছেন রোনালদোরা। লিগের শেষ চার ম্যাচে জয়হীন থাকা রেড ডেভিলসদের দারুণ এই জয় উজ্জীবিত করছে নিশ্চয়।

শনিবার রাতে টটেনহ্যাম হটস্পারের মাঠে ৩-০ গোল ব্যবধানে জয় পায় ইউনাইটেড। শুরুতে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। পরে দারুণ এসিস্টে গোল করান কাভানিকে দিয়ে। শেষে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন মার্কাস রাশফোর্ড।

প্রতিপক্ষের মাঠে ম্যান ইউ বল দখলে পিছিয়ে থাকলেও দারুণ কিছু আক্রমণে তটস্থ করে রেখেছিল টটেনহ্যামের রক্ষণভাগ। ৪১ শতাংশ বল দখলে ৬টি শট নেন ম্যান ইউ, লক্ষ্যে থাকে ৪টি, গোল আসে তিনটিতেই। বিপরীতে ৫৮ শতাংশ বল দখলেও গোলের লক্ষ্যে একটি শটও নিতে পারেনি স্বাগতিকরা।দারুণ এক গোলে দলকে এগিয়ে নেওয়ার পর কাভানিকে দিয়ে গোলও করান ক্রিস্টিয়ানো রোনালদো।

পয়েন্ট টেবিলে ১০ ম্যাচে ৫ জয়, ২ ড্র আর ৩ হারে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে শুলসারের দল। একই দিন নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারানো চেলসি ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। এবং অ্যানফিল্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ড্র করা লিভারপুল ২২ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। টটেনহ্যাম ১০ ম্যাচে ৫ জয়ে রয়েছে আট নম্বরে।

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল টটেনহ্যাম। কিন্তু আক্রমণে আধিপত্য করে ইউনাইটেড। পেয়ে যায় গোলও। ৩৯ মিনিটে রোনালদোর দারুণ গোলেই এগিয়ে যায় ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের ক্রসে দুরূহ কোণ থেকে পর্তুগিজ ফরোয়ার্ডের ভলি ঝাঁপিয়ে পড়া লরিসকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

১-০ গোল ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। তবে ২৮তম মিনিটে নিজেরাই এগিয়ে থাকতে পারতো। কিন্তু টটেনহ্যামের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো আগে থেকেই ছিলেন অফসাইড পজিশনে। তাই বাতিল হয় গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে বুলেট গতির শটে জালে বল পাঠান রোনালদো। কিন্তু এই তারকা ফরোয়ার্ডের উদযাপনের রেশ কেটে যায় অফসাইডে। তবে ৬৪তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। ফের্নান্দেসের থেকে পাওয়া বল রোনালদো থ্রু পাস বাড়ান কাভানির উদ্দেশে। গোলরক্ষককে কাটিয়ে জালে বল পাঠিয়ে দেন উরুগুয়ের ফরোয়ার্ড।

৭১তম মিনিটে রোনালদোকে উঠিয়ে নামানো হয় মার্কাস র‌্যাশফোর্ড। ৮৬তম মিনিটে স্বাগতিকদের জালে বল জড়িয়ে দেন র‌্যাশফোর্ড। মাঝমাঠে নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে আচমকা থ্রু পাস বাড়ান নেমানিয়া মাতিচ। তাতেই বল দারুণ গতিতে জালে জড়িয়ে টটেনহ্যামের হার নিশ্চিত করেন র‌্যাশফোর্ড।

খবর সারাবেলা / ৩১ অক্টোবর  ২০২১ / এমএম