রেলিগেশনেই পড়তে হলো নোফেল স্পোর্টিং ক্লাবকে

রেলিগেশনেই পড়তে হলো নোফেল স্পোর্টিং ক্লাবকে। সামনের মৌসুমে তাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাখতে যে বাইলজ সংশোধনের আলোচনা উঠেছিলো শেষ পর্যন্ত সেখান থেকে সরে এসেছে পেশাদার লিগ কমিটি। আজ এই ঘোষণা দেন লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।

সদ্য সমাপ্ত মৌসুমে ২৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে নোফলের অবস্থান দ্বাদশ। তাদের নিচে আছে টিম বিজেএমসি। লিগ কমিটির বাই লজ অনুযায়ী শেষ দুই দল রেলিগেটেড হয়ে নেমে যাবে চ্যাম্পিয়নশিপ লিগে। তবে সম্প্রতি আলোচনা শুরু হয় বাইলজ পরিবর্তনের।

যেখানে একটি দলকে অবনমনের সুপারিশ করে অনেকে। কিন্তু বাফুফের নির্বাহী কমিটির জরুরী সভায় শনিবার সিদ্ধান্ত হয় শেষের দুটো দল অবনমন হয়ে যাবে।

খবর সারাবেলা/ ০১ সেপ্টেম্বর ২০১৯/ টি আই