রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ হারাল কিশোর

রাজশাহীতে ট্রাকচাপায় এক কিশোর নিহত হয়েছেন। নিহতের নাম মেহেদী হাসান ইমন (১৪)।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর উপকণ্ঠ বালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ জানান, ইমন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক পারাপার হচ্ছিল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় ইমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাকসহ চালক পালিয়ে গেছে। ইমনের মরদেহ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইমনের পিতা কামাল হোসেন থানায় মামলা করেছেন।

খবর সারাবেলা/২০/ অক্টোবর ২০১৯ /এসএম