রাজনীতিই বিএনপি চেয়ারপারসন খালেদার মুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে : মওদুদ আহমদ

আইন নয়, রাজনীতিই বিএনপি চেয়ারপারসন খালেদার মুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় আমরা আমাদের নেত্রীকে মুক্ত করার জন্য অনেক রকম চেষ্টা করছি। কিন্তু রাজনৈতিক কারণে তাকে মুক্ত করা সম্ভব হচ্ছে না। রাজপথেই বেগম খালেদা জিয়ার মুক্তি আনতে হবে।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এ কথা বলেন।

বিচার বিভাগের সমালোচনা করে মওদুদ বলেন, এখন শুরু হয়েছে বিচারিক নির্যাতন। সুপ্রিম কোর্টে এমন ছিল না। নীতি নৈতিকতা বলতে দেশে আর কিছু নাই।

তিনি বলেন, দেশে অত্যন্ত সংকটময় সময় যাচ্ছে। এটি অত্যন্ত স্বাভাবিক অবস্থা। এটা বিশেষ কোনো সময় নয়, অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে।

আলোচনায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল প্রমুখ।

খবর সারাবেলা/ ০২ সেপ্টেম্বর ২০১৯/ টি আই