রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৮৫ জনকে গ্রেফতার
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮৫১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১১৬ গ্রাম হেরোইন, ১০ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ৬০টি নেশাজাতীয় ইনজেকশন, ৪ বোতল ফেনসিডিল, ২ বোতল দেশি মদ, ১১ বোতল বিদেশি মদ ও ২৭৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
রোববার (১ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
খবর সারাবেলা/ ০২ সেপ্টেম্বর ২০১৯/ টি আই