রমজানে গবীর অসহায়দের পাশে লিটন দেওয়ান চিশতী
মুন্সিগঞ্জ শ্রীনগরে বাগবাড়ি গ্রামে প্রায় সাড়ে ৩শ’ অসহায়, গবীর ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যপণ্য সামগ্রী দিয়েছেন লিটন দেওয়ান চিশতী। রমজান উপলক্ষ্যে সম্প্রতি এলাকার মানুষদের এই খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমের পাশে দাঁড়িয়েছেন তিনি। গত ১০ বছর ধরেই জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী এলাকার মানুষদের রমজানের শুরুতে এভাবেই সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
লিটন দেওয়ান চিশতী বলেন, ‘এবার করোনা পরিস্থিতি কারণে আমি এলাকায় যেতে না পারলেও প্রতিবছরের মতো এবারো রমজানের আগেই এলাকায় মানুষদের সাহায্য সহযোগিতায় খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমি যেতে পারিনি তারপরও কেউ খালি হাতে ফিরে যায়নি। এলাকার প্রায় সাড়ে ৩৫০ পরিবারের মাঝে এসব খাদ্যপণ্য বিতরণ করা হয়। যার মধ্যে ছিল খেজুর, চিনি, ছোলা বুট, ডাল ও সয়াবিন তেল।’
তিনি আরো বলেন, ‘গত ১০ বছর ধরেই আমরা এভাবেই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। এ বছর করোনার দুযোর্গে মানুষ এমনিতে দিশেহারা। করোনার কারণে মানুষের কাজ নেই। কর্মহীন অনেক মানুষ কষ্ট করে দিন কাটাচ্ছে। তাই সবারই উচিত মানুষের পাশে দাঁড়ানো, বিত্তবানদের আরো এগিয়ে আসতে হবে। দানের হাত প্রচার করতে হবে। যার যে এলাকার সেখানকার মানুষদের পাশে দাঁড়ালো মানুষের কষ্ট কিছুটা হলেও কমে যাবে।’
খবর সারাবেলা / ২৩ এপ্রিল ২০২০ / এমএম