রফিকুল নাজিমের কবিতা মানুষ

মানুষ

রফিকুল নাজিম
আমি গোলাপ দেখে অনায়াসে বলতে পারি

এটা গোলাপ।

আমি পাখি দেখে দ্বিধায়হীন বলতে পারি

এটা পাখি

আমি নদী দেখে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি

এটা একটা নদী

তেমনি করে আকাশ, দূরের পাহাড়, একটা লক্ষ্মী পেঁচা

এমন কি শুঁয়োপোকা, টিকটিকি, বনের বাঘ-সিংহ

লতানো সাপ দেখে সহজেই আমি চিনি; বলতে পারি।
অথচ আমি মানুষ দেখে সহজে বলতে পারি না তিনি একজন মানুষ!

খবর সারাবেলা / ২৫ এপ্রিল ২০২১ / এমএম