যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ডোরিয়ান
প্রবল শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ডোরিয়ান। এরই মধ্যে ক্যাটাগরি চারে রূপ নিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করায় রাজ্যের সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে, ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্রমশ গতি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ডোরিয়ান। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে মাঝারি ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে।
ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে উপকূলবর্তী মানুষের।
একজন বলেন, ‘ঝড়ো বাতাসের কারণে আতঙ্কে রয়েছি। এখানে সব সময় দুর্যোগ হানা দেয়। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমাদের ধারণা নেই।’
জরুরি অবস্থা জারির পর আগামী তেসরা সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটকদের সমুদ্র ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। সেই সঙ্গে অরল্যান্ডো বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে সেনা সদস্যরা।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যন্টিস বলেন, ‘আপনারা জানেন ফ্লোরিডার ৬৭ কাউন্টিতে সতর্কতা জারি করা হয়েছে। হারিকেনের গতিপথ যে কোনো সময় পাল্টে যেতে পারে। শনিবার এটি ক্যাটাগরি ৪ মাত্রায় রূপ নিয়ে আঘাত হানতে পারে।’
খবর সারাবেলা/ ৩১ আগষ্ট ২০১৯/টি আই