যত্নে রাখুন ল্যাপটপ
স্মার্টফোনের মত ল্যাপটপ এখন অনেকেরই নিত্যসঙ্গী। বহন করা সহজ বিধায় অনেকেই ল্যাপটপ ব্যবহার করেন। লেখাপড়া থেকে শুরু করে অফিসের কাজে ল্যাপটপের ব্যবহার হয়। কিন্তু কদিন যেতেই ল্যাপটপের পারফরম্যান্সে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। সেজন্যে ল্যাপটপের যত্ন নেওয়া জরুরি।
অথচ কয়েকটি সাধারণ বিষয় লক্ষ রাখলে আপনার ল্যাপটপ ভালো রাখা কঠিন কিছু না। সে বিষয়েই রইলো কিছু টিপস:
ল্যাপটপ যখন ব্যাটারির পাওয়ারে চলছে তখন ল্যাপটপের ব্রাইটনেস কমিয়ে নিন।সরাসরি সূর্যের আলোতে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না কখনো। এতে ল্যাপটপ দ্রুত গরম হয়ে মাদারবোর্ডের ক্ষতি হতে পারে।কম্পিউটারে অপ্রয়োজনীয় প্রোগ্রাম রাখবেন না।দরকারি উইন্ডো ট্যাব ছাড়া অন্য অলস ট্যাব মিনিমাইজ করুন।এইচডিডির বদলে এসএসডি হার্ড ড্রাইভ ব্যবহার করুন।
সরাসরি সূর্যের আলোতে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না কখনোমুভি ও গান সবসময় হার্ড ডিস্ক থেকে চালাবেন। সিডি কিংবা ডিভিডি রম ড্রাইভের উপর বাড়তি চাপ দেয়া ভালো না।ল্যাপটপে কুলার ব্যবহার করতে পারেন। তেমন কিছু না পেলে এমন জায়গায় রেখে কাজ করুন যেখানে প্রচুর আলো-বাতাস চলাচল করে।
আপনার ল্যাপটপের সাথে চলনসই উইন্ডোজ ব্যবহার করুন।ল্যাপটপ প্রতিবার শাট-ডাউন না করে হাইবারনেশন অপশন ব্যবহার করুন।প্রয়োজন না থাকলে শুধু শুধু ব্লু-টুথ কিংবা ওয়াই-ফাই চালু রাখবেন না।সপ্তাহে অন্তত দুই থেকে তিনদিন ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালালে ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকবে।
খবর সারাবেলা / ২৮ আগস্ট ২০২২ / এমএম