ম্যালওয়্যার আতঙ্কে ১৭ অ্যাপ সরাল গুগল

অপারেটিং সিস্টেম আন্ড্রয়েড ব্যবহারকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে গুগল প্লে-স্টোর থেকে ১৭টি অ্যাপ সরিয়ে নিয়েছে সার্চ জায়ান্ট গুগল। এক প্রতিবেদনে বলা হয়, প্লে-স্টোর থেকে সরিয়ে নেয়া ১৭টি অ্যাপের মধ্যে জোকার ম্যালওয়ারের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।

এটি প্রথম নজরে আসে যুক্তরাষ্ট্রের ইনফরমেশন সিকিউরিটি কোম্পানি জেডস্ক্যালারের। এরপরই অ্যাপগুলো সরিয়ে নেয় গুগল। অ্যাপে থাকা জোকার ম্যালওয়ারের সাহায্যে গ্রাহকদের ডিভাইসের বিভিন্ন তথ্য চুরি করা হয়।

বিশেষ করে যে ডিভাইসে ম্যালওয়ারযুক্ত অ্যাপ থাকবে, ওই ডিভাইসের কন্টাক্ট লিস্ট, এসএমএস এবং অন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি হতে পারে। এতে ঝুঁকিতে পড়তে পারেন গ্রাহকরা।

জোকার ম্যালওয়ারের কারণে প্লে-স্টোর থেকে সরিয়ে নেয়া ১৭টি অ্যাপের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল- ট্যানগ্রাম অ্যাপ লক, ডিরেক্ট মেসেঞ্জার, প্রাইভেট এসএমএস, স্টাইল ফটো কোলাজ, মেটিকিউলাস স্ক্যানার, ডিজায়ার ট্রান্সলেট, কেয়ার মেসেজ, পার্ট মেসেজ এবং ব্লু স্ক্যানার।

অন্য আরেকটি প্রতিবেদনে বলা হয়, সরিয়ে নেয়া অ্যাপগুলো অন্তত এক মাস আগে প্লে-স্টোরে আপলোড করা হয়। গুগল এগুলো সরিয়ে নিলেও যারা অ্যাপগুলো ব্যবহার করছেন, তাদের ডিভাইস থেকে সেগুলো আন-ইনস্টল করতে হবে। জোকার ম্যালওয়ারের কারণে গুগলকে এ নিয়ে তৃতীয়বারের মতো প্লে-স্টোর থেকে অ্যাপ সরিয়ে নিতে হল।

খবর সারাবেলা / ০৩ অক্টোবর ২০২০ / এমএম