মেয়েকে প্রথম কোলে নিয়ে কেঁদে ফেলেন রণবীর
বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট বাবা-মা হয়েছেন। রোববার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তাদের ঘরে কন্যাসন্তান জন্ম নেয়। তারপর থেকেই নেটদুনিয়ায় শুভেচ্ছায় ভাসছেন রণবীর-আলিয়া দম্পতি।আলিয়ার কন্যা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নতুন জল্পনা শুরু হয়েছে। মেয়েকে কোলে নিয়ে রণবীরের প্রতিক্রিয়া কেমন ছিল, তা সম্প্রতি ফাঁস হয়েছে।জানা গেছে, মেয়েকে প্রথম দেখে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রণবীর। কাপুর পরিবারের এক কাছের মানুষ বিষয়টি জানিয়েছেন।
হাসপাতালে প্রথম মেয়েকে কোলে নিয়ে আনন্দে কেঁদে ফেলেছিলেন রণবীর। তার চোখ দিয়ে ক্রমাগত পানি বয়ে চলেছিল। কিছুতেই চোখের পানি আটকাতে পারছিলেন না এই বলিউড নায়ক।রণবীরকে আবেগপ্রবণ হতে দেখে কাপুর আর ভাট পরিবারের উপস্থিত সদস্যরা সবাই আনন্দে কেঁদে ফেলেছিলেন। আলিয়া নিজেও চোখের পানি আটকাতে পারেননি। তার চোখও পানিতে ভরে উঠেছিল।
মেয়ে হওয়ার পর আলিয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তাদের জীবনের সেরা ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের জীবনের সেরা ঘটনা। আমাদের সন্তান ভূমিষ্ট হয়েছে। ও একটা মিষ্টি পুতুলের মতো। মা-বাবা হওয়ার আনন্দ অনুভব করছি।’
চলতি বছর ১৪ এপ্রিল রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলিয়া। এর পর দেড় মাস যেতে না যেতেই প্রেগন্যান্সির ঘোষণা দেন অভিনেত্রী। ২৭ জুন ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া জানিয়েছিলেন মা হতে চলেছেন তিনি।আর ৬ নভেম্বর আলিয়ার কোল আলো করে এলো ছোট্ট পরী। অঙ্কের হিসাব বলছে— বিয়ের দুই মাস আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া।
খবর সারাবেলা / ০৮ নভেম্বর ২০২২ / এমএম