মেসি-রোনালদোকে পেছনে ফেলে নেইমারের রেকর্ড

সর্বকালের সেরার বিচারে মেসি-রোনালদোদের কাতারে হয়তো ব্রাজিলিয়ান তারকা নেইমারকে রাখবেন না ফুটবল বিশ্লেষক কিংবা সমর্থকরা। কিন্তু নেইমার যে সময়ের অন্যতম সেরা তারকা সেটার প্রমাণ দিলেন তিনি নিজেই। এক অনন্য রেকর্ড গড়ে সেমি-রোনালদোকে পেছনে ফেললেন নেইমার।

চলতি মৌসুমে দারুণ সময় কাটছে নেইমারের। ব্রাজিল দল কিংবা পিএসজির হয়ে খেলতে নামলেও গোল কিংবা অ্যাসিস্ট করে যাচ্ছেন তিনি। জাতীয় দল ও ক্লাবের হয়ে শেষ ১৬ ম্যাচে গোল করেছেন নয়তো অ্যাসিস্ট। তাতেই গড়েছেন রেকর্ড। এর আগে টানা ১৫ ম্যাচে গোল কিংবা গোলে অ্যাসিস্ট করার রেকর্ড ছিল মেসির।

এই মৌসুমে মোট ছয়টি ম্যাচ খেলে মোট ৯টি গোল করেছেন নেইমার। আর অ্যাসিস্ট করেছেন ছয়টি।এদিকে নেইমারের দুর্দন্ত সময় চলাকালে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে পিএসজি। এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। অবশ্য সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুই অবস্থান করছে লেন্স।

খবর সারাবেলা / ০৩ সেপ্টেম্বর ২০২২ / এমএম