মেসির সঙ্গে রোনাল্ডোর রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

এক দশকের বেশি সময় ধরে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজ একজন এক রেকর্ড গড়ছেন তো কালই অপরজন তা ভেঙে দিচ্ছেন। স্বাভাবিকভাবেই ফুটবল রোমান্টিকদের ধারণা, খেলার বাইরেও দুজনের মধ্যে দ্বৈরথ রয়েছে।

তবে রোনাল্ডো বলছেন ভিন্নকথা। মেসির সঙ্গে তার রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। চিরপ্রতিদ্বন্দ্বীকে ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার মোনাকোয় হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান। এতে গেল মৌসুমের ইউরোপসেরা খেলোয়াড়ের পুরস্কারও দেয়া হয়। স্বভাবতই সেখানে উপস্থিত ছিলেন হালের দুই ক্রেজ মেসি-রোনাল্ডো। তবে তাদের পেছনে ফেলে এ খেতাব জেতেন লিভারপুলের রক্ষণসেনা ভার্জিল ফন ডাইক। কিন্তু ফুটবলের দুই মহাতারকাকে নিয়ে আগ্রহে ছেদ পড়েনি।

অনুষ্ঠানের একপর্যায়ে রোনাল্ডোর সাক্ষাৎকার নেন বিটি স্পোর্টের সাংবাদিক। মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে তাকে খোলা মনে সব কথা বলেন তিনি।

সিআর সেভেন বলেন, অবশ্য আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। তবে আমরা এখন পর্যন্ত একসঙ্গে ডিনার করিনি। কিন্তু আমি আশা করছি, অদূর ভবিষ্যতে তা করব।

পর্তুগিজ যুবরাজ বলেন, ফুটবলে আমাদের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ্য। সে আমাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমি তাকে টপকে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছি। ও আমাকে ভালো ফুটবলার বানিয়েছে। ফুটবল ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত। আমার মতে, সেও তাই। তার কারণেই আজ আমি অনেক ভালো জায়গায় আছি। মনে করি, সেও শক্ত অবস্থানে আছে।

ক্যারিয়ারের শুরু থেকেই বার্সেলোনায় আছেন মেসি। আর জুভেন্টাসে পাড়ি জমানোর আগে ১০ বছরের বেশি সময় রিয়াল মাদ্রিদে ছিলেন রোনাল্ডো। মূলত এ সময়েই দুজনের যুদ্ধটা ছিল দেখার মতো। এ এক দশকে ফুটবল বিশ্বকে অগণিত স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তারা। ভেঙে গড়েছেন অসংখ্য কীর্তি। সেই সূত্র ধরে তাদের কাছে ঋণী ফুটবল।

খবর সারাবেলা। ৩১ আগষ্ট ২০১৯। টি আই