মেসির দুর্দান্ত ফ্রি কিক গোল, আরও এক জয় পিএসজির

ফ্রেঞ্চ লিগ ওয়ানে শনিবার রাতের ম্যাচে ফ্রি কিক থেকে চোখ ধাঁধানো এক গোল করেছেন পিএসজির আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। আর নিসের বিপক্ষে ফরাসি জায়ান্টরা জিতেছে ২-১ গোল ব্যবধানে। পিএসজির পক্ষে অন্য গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। আর নিসের একমাত্র গোলটি করেন গেতন লেবোর্দে।

নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে সফররত নিসকে পাত্তাই দেয়নি স্বাগতিক পিএসজির ফুটবলাররা। পুরো ম্যাচের ৫৮ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখতে সক্ষম হয় স্বাগতিক দলের ফুটবলাররা। আর প্রতিপক্ষ বরাবর মোট চারবার শট নিয়েছেন পিএসজি। গোল হয়েছে দুটি।অন্যদিকে পুরো ম্যাচের ৪২ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখে সফররত নিসের ফুটবলাররা। তবে প্রতিপক্ষের গোলবারে শট নিতে পেরেছে মাত্র একটি। তারা গোল করেছে একটি।

ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে থাকা পিএসজি কাঙ্ক্ষিত প্রথম গোলের দেখা পায় ম্যাচের ২৯তম মিনিটে। ফ্রি কিকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। বক্সের একটু বাইরে ফাউলের শিকার হন তিনি, তাকে ফাউল করেন নিসের অধিনায়ক দান্তে। সেখান থেকে দারুণ এক ফ্রি কিকে পিএসজিকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে সমতায় ফেরান গেতন লেবোর্দে। এরপর মনে হচ্ছিলো ড্রয়ের মাধ্যমেই শেষ হবে ম্যাচ। কিন্তু ম্যাচের ৮৩তম মিনিটের কিলিয়ান এমবাপ্পের করা গোলে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক পিএসজি।এ জয়ের ফলে ৯ ম্যাচে সর্বোচ্চ ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান করছে পিএসজি। সমান ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নম্বরে অবস্থান নিসের। এছাড়া পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে মার্সেই এবং তিনে নম্বরে অবস্থান লরেন্টের।

খবর সারাবেলা / ০২ অক্টোবর ২০২২ / এমএম