মেসিকে নিয়ে দুশ্চিন্তায় নেই বার্সেলোনা

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বার্সেলোনা ছেড়ে ইতালিয়ান ফুটবল ক্লাব ইন্টার মিলানে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। তবে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউর বিশ্বাস মেসি বার্সেলোনাতেই থাকছেন।

বার্সেলোনা সভাপতি বলেছেন, মেসি অনেকবার বলেছে এখানেই অবসর নিতে চায়। কিছুদিন পরেই হয়তো সে নতুন করে চুক্তিতে সই করবে। আমরা মেসিকে নিয়ে কোনো দুশ্চিন্তা করতে চাই না।

মেসিকে ধরে রাখার পাশাপাশি পিএসজি থেকে নেইমারকেও নিজেদের করে নিতে চায় বার্সেলোনা। পিএসজিকে দুইজন ফুটবলার দিয়ে হলেও নেইমারকে দলে চায় বার্সা। এ ব্যাপারে বার্সেলোনা সভাপতি বলেছেন, খেলোয়াড় আদান-প্রদানের পরিকল্পনায় ওরা রাজি না হলে নেইমারের আসা মুশকিল হয়ে যাবে।

তবে ভেতরের খবর হলো বার্সেলোনার ম্যানেজমেন্টের ওপর সন্তুষ্ট নন লিওনেল মেসি। সম্প্রতি ক্লাব পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলেছেন এই সুপার স্টার। ঝামেলা হয়েছিল স্পোর্টিং ডিরেক্টর আবিদালের সঙ্গেও। তাছাড়া লা লিগায় বাজে পারফরম্যান্সের জন্যও ক্ষুব্ধ এই মহাতারকা। তাইতো ম্যানেজার কিকে সেতিয়েনের অধীনে খেলতে পছন্দ না মেসির।

খবর সারাবেলা / ২৭ জুলাই ২০২০ / এমএম