মেকআপ ব্রাশের যত্ন

নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে নারীদের কাছে মেকআপের বিকল্প কিছু হয়না। যেকোন পার্টি হোক বা ইন্টারভিউ নানা ভাবে নারী নিজেদের প্রস্তুত করে থাকেন প্রসাধন সামগ্রীতে। তাই নারীদের সাজঘর থাকে নানা উপকরণে ঠাসা, এসব নানা রংয়ের উপকরণ ত্বকে ব্যবহার করার প্রধান হাতিয়ার হল মেকআপ ব্রাশ।

সুগন্ধির সুবাস থাকুক দিনভর

তবে এসব ব্রাশ ব্যবহার করলেও এর যত্ন নিতে প্রায়শই সকলে ভুলে যায়। বহুবার একি ব্রাশ ব্যবহারে ত্বকে হতে পারে নানা রকম সমস্যা। ত্বকের সুস্বাস্থ্যে তাই মেকআপ ব্রাশের যত্ন নেয়া জরুরি। চলুন জেনে নেই কিকরে সহজেই পরিষ্কার করবেন আপনার প্রিয় ব্রাশ সেট-

বরফে হোক ত্বকের যত্ন

প্রথমেই হালকা গরম পানিতে ব্রাশগুলো ভিজিয়ে রাখুন।শ্যাম্পু কিংবা বডিওয়াশ খুব ভালোভাবে ব্রাশগুলোতে মেখে নিন।এবারে ঠাণ্ডা পানিতে ভালোভাবে ব্রাশগুলো ধুয়ে নিন।শুকানোর জন্য কোন কিছু দিয়ে না মুছে ব্রাশ গুলো নিচের দিক করে শুকাতে দিন। একটু কষ্ট হলেও মাসে একবার ধুয়ে নিন আপনার মেকআপ ব্রাশসেট। নয়ত পুরনো মেকআপের অংশ, ত্বকের মৃত কোষ, জীবাণু ইত্যাদি সরাসরি ত্বকে ব্যবহারের ফলে হতে পারে অ্যালার্জি কিংবা সংক্রমণ।

খবর সারাবেলা / ২৬ সেপ্টেম্বর ২০২১ / এমএম