মুক্তি পেল পদ্মাপুরাণের প্রথম গান

November 12, 2019

রাশিদ পলাশের চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’। পদ্মা পাড়ের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত এ ছবিটির প্রথম গান মুক্তি পেল ১১ নভেম্বর রাতে। তানিয়া নুরের লেখা ‘পাখি’ শিরোনামের এই গানটি কণ্ঠ দিয়েছেন কলকাতার ইমন চক্রবর্তী ও বাংলাদেশের নির্ঝর চৌধুরী । লাইভ টেকনোলোজির ইউটিউব চ্যানেলে গানটি আপ করা হয়েছে।

রাশিদ পলাশ বলেন, ‘প্রথম গান রিলিজের পর বেশ ভালো সারা পাচ্ছি। পর্যায়ক্রমে আমরা আমাদের সিনেমার অন্য গানগুলোও রিলিজ দেবো।’ছবিটির শুটিং শেষে বর্তমানে সম্পাদনার কাজ চলছে। শিগগিরই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে নির্মাতার।

পদ্মাপুরাণের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, চম্পা, শম্পা রেজা, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর, মারিয়া প্রমুখ।

গানের লিঙ্ক : https://www.youtube.com/watch?v=zMbsqfmL-DQ&feature=youtu.be&fbclid=IwAR0akK8ewRbPUebN4LdGOMxgMQMMVrlxUacNpZmMmPMGlRVMnEOl2OXXyHM

খবর সারাবেলা / ১২ নভেম্বর ২০১৯ / এমএম