মিরসরাইতে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে রুহেল
মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে শুক্রবার সকালে প্রজন্ম মিরসরাইয়ের ব্যানারে রোটারিয়ান খায়রুল মোস্তফা ও রুহি মোস্তফার অর্থায়নে মহিলাদের সাবলম্বী করে তুলতে যাছাই বাছাই এর মাধ্যমে নির্বাচিত বিভিন্ন বয়সী মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য এবং মিরসরাই ইকোনোমিক জোন-১ এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল।
তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে সমাজের সংকট সমূহ মোকাবেলা করা সম্ভব। বিশেষ করে নারীরা সাবলম্বী হতে পারে। যারা একটা সেলাই মেশিন পাচ্ছে তিনি যদি স্বপ্ন বুকে নিয়ে কাজ করে আরো ২০/৫০টি সেলাই মেশিনের মালিক হতে পারেন, অন্যদের কর্মসংস্থান করতে পারেন। বিশ্বনেতাদের সভায় প্রধানমন্ত্রীর নারী নেতাদের নেটওয়ার্কের প্রস্তাবের উদাহরণ দিয়ে বলেন নারীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে লক্ষ্য অর্জন সহজ হয়ে যায়। সাবলম্বীদের ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির আহবায়ন জানিয়ে সেলাই মেশিন প্রদানের ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা দম্পতিকে ধন্যবাদ জানান।
পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান।
আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, রুহি মোস্তফা, প্রজন্ম মিরসরাই এর সাবেক সভাপতি রায়হানুল ইসলাম, তানবীর হোসেন তপু প্রমুখ।
খবর সারাবেলা / ২৪ সেপ্টেম্বর ২০২১ / এমএম