মিরপুরে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়

করোনার পর চারটি সিরিজ আয়োজন করলেও মাঠে দর্শক ফেরাতে পারেনি বিসিবি। তবে এবার পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই দর্শক খরা কাটছে মিরপুর শেরে বাংলায়। ইতোমধ্যে নির্ধারিত দামে টিকিট বিক্রিও শুরু হয়েছে। টাইগারদের প্রথম ম্যাচের টিকিট কিনতে টিকিট বুথে লাইন ধরেছেন ক্রীড়াপ্রেমীরা।

শেষবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মাঠে দর্শক ছিল। পরে গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ, মে মাসে শ্রীলঙ্কা, আগস্টে অস্ট্রেলিয়া ও সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজ হয় দর্শক ছাড়াই। সময়ের হিসেবে কেটে গেছে প্রায় ৬১৮ দিন। এবার বিধিনিষেধ থাকলেও গ্যালারিতে বসে টাইগারদের খেলা দেখতে উন্মুখ দর্শকরা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। তার আগে থেকেই বিভিন্ন বয়সী ক্রিকেট ভক্তরা উপস্থিত হতে থাকেন ইনডোর স্টেডিয়াম এলাকায়। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিসিবির নির্দিষ্ট বুথ থেকে টিকিট বিক্রি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সিরিজের টিকিটের দামও নির্ধারণ করে দিয়েছে বিসিবি। টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১০০ টাকা এবং সর্বোচ্চ মূল্য এক হাজার টাকা। দর্শকদের জন্য ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা, সাউদার্ন ও নর্দার্ন স্ট্যান্ড ১৫০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড হাউজের মূল্য এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

টিকিট ক্রয়ের ক্ষেত্রে অবশ্য করোনার টিকার বাধ্যবাধকতা থাকছে না। তবে ১৮ বছরের বেশি বয়সী দর্শকদের ক্ষেত্রে মাঠে প্রবেশের আগে দেখাতে হবে করোনা সনদ। অর্থাৎ এই বয়সের দর্শকদের অবশ্যই করোনা টিকার দুই ডোজ সম্পন্ন হতে হবে। তবে মাঠের গ্যালারিতে কানায় কানায় পূর্ণ থাকবে না। বিসিবি টিকিট ছাড়বে গ্যালারির ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট।

বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামী ২৩ নভেম্বর চট্টগ্রামের রওনা করবে তারা। সেখানে প্রথম টেস্ট শেষে ঢাকায় ফিরে দ্বিতীয় টেস্ট খেলবে পাকিস্তান দল।

খবর সারাবেলা / ১৮ নভেম্বর  ২০২১ / এমএম