মিথিলার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন জন
অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি কলকাতার এক পরিচালকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। কয়েকদিন ধরে আবার গুঞ্জন, বাংলাদেশের গায়ক জন কবিরের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।যদিও এ গুঞ্জন নতুন নয়, বেশ পুরনো। তাহসানের সঙ্গে ডিভোর্সের পর শোনা গিয়েছিল, জন কবিরের সঙ্গে সম্পর্ক জেরেই ভেঙেছে মিথিলার সংসার। সেই গুঞ্জনই উঠেছে নতুন করে। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা ‘গসিপ’। সেখানে ছড়ানো হচ্ছে রসালো সব খবর।
এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন গায়ক জন কবির। তার দাবি, মিথিলার সঙ্গে শুধুই বন্ধুত্বের সম্পর্ক। কোনোরকম কুৎসায় আমল দিতে নারাজ তিনি। সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গোটা বিষয়টিকেই ‘গল্প’ বলে উল্লেখ করেন জন।এই গায়ক বলেন, ‘মিথিলার সঙ্গে কী সম্পর্ক, তা আমার বাবা-মাও জানেন। অনেকেই আছেন যারা আমাদের বন্ধুত্ব সম্পর্কে জানে না। তারাই নানা গল্প ছড়িয়ে মজা পান। আমার মা এ গুঞ্জন শুনে খুবই অবাক হয়েছেন। আমি মাকে বুঝিয়ে বলেছি সবকিছু। কেউ যদি গল্প বানিয়ে মজা পান, তাহলে আমার কিছু যায় আসে না।’
জন আরও জানান, মিথিলার সঙ্গে তার পরিচয় এবং বন্ধুত্ব তাহসানের মাধ্যমে। তার কথায়, ‘এখন সোশ্যাল মিডিয়ার যুগ। কেউ যদি জোর করে কারও উপর কোনো সম্পর্ক চাপিয়ে দেয়, তাহলে তো কিছু বলার নেই! আমরা দুজন খুব ভালো বন্ধু। বর্তমানে আমরা নিজেদের মত জীবন কাটাচ্ছি। কেউ আমাদের নিয়ে ভেবে মজা পেলে কী বলতে পারি?’২০০৬ সালে মিথিলাকে বিয়ে করেছিলেন অভিনেতা ও গায়ক তাহসান রহমান। ২০১৭ সালে তাদের ডিভোর্স হয়। ২০১৯ সালে মিথিলা বিয়ে করেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে। তারই মাঝে কলকাতারই আরেক পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কে গুঞ্জন ওঠে।
সম্প্রতি এই পরিচালকের ‘মন্টু পাইলট ২’ ছবিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেন মিথিলা। ছবিটি মুক্তি পেয়েছে। ভালো ব্যবসাও করেছে। তারই মাঝে চর্চায় আসে দেবালয়ের সঙ্গে মিথিলার ব্যক্তিগত সম্পর্ক।এ নিয়ে একটি সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেন ওই পরিচালক। জানান, মিথিলার সঙ্গে পেশাগত কাজের বাইরে কোনো সম্পর্ক নেই তার। এর বাইরে নানা সময়ে আরও একাধিক সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে মিথিলার। যদিও কোনো গুঞ্জন নিয়েই তিনি সেভাবে মুখ খোলেননি।
খবর সারাবেলা / ২৯ মে ২০২২ / এমএম