মা হতে চলেছেন আনুশকা

ভক্ত-সমর্থকদের খুশির খবর শোনালেন বিশ্বসেরা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। মা হতে চলেছেন তার স্ত্রী অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা। সম্প্রতি স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই খবরটি প্রকাশ করেন ভারতীয় ক্রিকেটের দলনেতা। বিরাট জানান, আগামী বছরের শুরুতেই তাদের সংসারে আসবে নতুন অতিথি।

বৃহস্পতিবার সকালে একই ছবি নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রকাশ করতে দেখা যায় আনুশকাকে। সেখানে দেখা যায়, কালো রংয়ের একটা পোশাক পরে রয়েছেন নায়িকা। পেছনে সাদা টিশার্ট পরে বিরাট। আনুশকাকে দেখে বোঝাই যাচ্ছে যে তিনি অন্ত:সত্ত্বা। হাসি লেগে রয়েছে দুজনের মুখেই।

বিরাট-আনুশকার অভিভাবক হতে চলার এই খবরে আপ্লুত নেটিজেনরাও। তাইতো আনুশকার ছবিটি বিরাট পোস্ট করার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া।

এদিকে করোনা মহামারি পরবর্তী সময়ে পূর্ণ উদ্যমে কাজে ফেরার ব্যাপারেও আশাবাদী আনুশকা শর্মা। করোনার কারণে পৃথিবীর যে পরিবর্তন হয়েছে, সেটা তিনি মেনে নিযেছেন এবং সকলকে এই পরিবর্তন গ্রহণ করে কাজে নামার আহ্বান জানিয়েছেন। তার দাবি, বলিউড ইন্ডাস্ট্রি সব ধরনের সাবধানতা অবলম্বন করার ব্যাপারে বরাবরই সতর্ক।

ভারতে লকডাউন ঘোষণার পর থেকে বাড়িতেই সময় কাটিয়েছেন আনুশকা। নিজের খেয়ালে। কখনও স্বামী বিরাট কোহালির সঙ্গে মিলে রান্নাবান্না, কখনও হাউজ়িং কমপ্লেক্সের লনে ক্রিকেট খেলা, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড ক্যাম্পেনিং। কাজ আর অবসর ভাগ করেই কেটেছে নায়িকার লকডাউন। এবার তার মা হওয়ার অপেক্ষায় ভক্তরা।

খবর সারাবেলা / ২৭ আগস্ট ২০২০ / এমএম