মার্চের সেরার দৌড়ে সাকিব

গেল মার্চে বাংলাদেশের জার্সিগায়ে দুর্দান্ত সময় পার করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সেটারই পুরস্কার পেতে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক। আইসিসি মার্চ মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক ঘোষিত তিন জনের সংক্ষিপ্ত তালিকায় সাকিবের সঙ্গে রয়েছেন নিউজিল‌্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের হার্ডহিটার ব্যাটার আসিফ খান। অন্যদিকে নারী ক্রিকেটারদের মধ্যে মনোনয়ন পেয়েছেন সিভনা জিমি, রাভিনা ওআ ও হেনরিট ইসমি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব আল হাসান। একই সঙ্গে সর্বোচ্চ ‍উইকেটশিকারির তালিকাতেও শীর্ষে ছিলেন তিনি। তার অলরাউন্ডার পারফরম্যান্সেই শেষ ওয়ানডেতে জয় পায় টাইগাররা।

এদিকে আয়ারল‌্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে করেন ৯৩ রান। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৪ বলে ৩৮ রান করেন এবং বল হাতে ৫ উইকেট নেন। সবকিছু মিলিয়ে গেল মার্চ মাসে দুর্দান্ত ছিলেন সাকিব।

খবর সারাবেলা / ০৬ এপ্রিল ২০২৩ / এমএম