মন্ত্রিসভাসহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেছেন। সোমবার মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইসতানা নেগারা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, পদত্যাগপত্র জমাদানের জন্য সোমবার রাজা সুলতান আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করেন মুহিউদ্দিন ইয়াসিন। মালয়েশিয়ার রাজা পুরো মন্ত্রিসভাসহ ইয়াসিনের পদত্যাগপত্র গ্রহণ করেন।
মুহিউদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে ইতি ঘটলো তার দেড় বছরেরও কম সময়ের রাজত্বের। এ যাবতকালে মালয়েশিয়ায় সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তিনি।ড. মাহাথির মোহাম্মদকে ক্ষমতাচ্যুত করে নিজ দলের কিছু সদস্য এবং বিরোধীদের সমর্থন নিয়ে নিজেই প্রধানমন্ত্রী হন ২০২০ সালে।
সম্প্রতি তার ক্ষমতাসীন জোটে সবচেয়ে বড় বিরোধী দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (উমনো) কমপক্ষে ৮ জন এমপি প্রধানমন্ত্রীর ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেন। ফলে ফাঁদে পড়ে যান মুহিউদ্দিন। বাধ্য হয়ে তিনি গত শুক্রবার প্রথমবারের মতো প্রকাশ্যে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঘোষণা দেন।
খবর সারাবেলা / ১৬ আগস্ট ২০২১ / এমএম