মধ্য আসমান থেকে নজরদারির পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
মাদক পাচার ঠেকাতে এবং নিজ দেশকে হুমকি মুক্ত রাখার জন্য মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়টি রাজ্যজুড়ে উচ্চ-উচ্চতার নজরদারি আকাশযানের পরীক্ষা চালানোর সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাউথ ডাকোটা, মিনেসোটা, আইওয়া, উইসকনসিন এবং মিসৌরির উপরে ২৫ টি মানববিহীন সৌরশক্তি চালিত আকাশযান ৬৫ হাজার ফুট উচ্চতায় ভেসে বেড়াবে।
এসব আকাশযানে উচ্চতর প্রযুক্তি সংযুক্ত থাকছে। ফলে রাস্তা দিয়ে চলাচল করা কোনো গাড়িতে মাদক থাকলে কিংবা অপরাধ সংঘটিত করে চলে যাওয়ার চেষ্টা করলে, সেই গাড়ি সনাক্ত করা সম্ভব হবে।
গত ১২ জুলাই এ ধরনের পরীক্ষা চালানোর অনুমোদন দিয়েছে সে দেশের সরকার। এর আগে গত বছরও এ ধরনের পরীক্ষার অেনুমোদন দেয় মার্কিন সরকার। জানা গেছে, ১ সেপ্টেম্বর এ ধরনের পরীক্ষা চালানো হবে।
খবর সারাবেলা / ০৮ আগস্ট ২০১৯ / টি আই