ভিসা পাওয়ার আকুতি সানডের

সানডের সিজোবার ভিসা নিয়ে বারবার ভুগতে হয়েছে আবাহনী লিমিটেডকে।

এএফসি কাপে গ্রুপ পর্বের ম্যাচে মিনেরভা পাঞ্জবের বিপক্ষে ম্যাচে সানডেকে ভিসা দেয়নি ভারতীয় হাই কমিশনার। তার আগে চেন্নাইয়েনের বিপক্ষে ম্যাচেও অনেক নাটকীয়তার পর ভিসা পেয়েছিলেন নাইজেরিয়ান এ ফরোয়ার্ড।

এবার এএফসি কাপের ইন্টার জোন প্লে অফ সেমিফাইনালেও সানডের ভিসা নিয়ে বিপাকে আবাহনী। ২৮ আগস্ট পিয়ংইংয়ে উত্তর কোরিয়ান ক্লাব এপ্রিল টুয়েন্টি ফাইভের বিপক্ষে খেলবে বুধবার প্রথম লেগে ৪-৩ গোলে জেতা আকাশি-নীল জার্সিধারীরা। সবার ভিসা হলেও সানডের হয়নি।

ঢাকাস্থ চায়নিজ দূতাবাস মৌখিকভাবে জানিয়েছে, কোনো নাইজেরিয়ানকে তারা ভিসা দেবে না। ভিসা নিয়ে বারবার এমন সমস্যা পড়ায় ক্ষুব্ধ সানডে।

বুধবার জোড়া গোল করা এ নাইজেরিয়ান ম্যাচ শেষে বলেন, ‘প্লিজ আমাকে আপনারা ভিসা দেন। আমি ফুটবলকে ভালোবাসি। আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরতে চাই। নাইজেরিয়ান বলে কেন আমাকে ভিসা দেওয়া হবে না। বারবার কেন আমার সঙ্গে এমন করা হচ্ছে।’

খবর সারাবেলা / ২২ আগস্ট ২০১৯ / টি আই