ভালো খেলেও জেতা হলো না বাংলাদেশের
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু এরপরও ম্যাচ জেতা হলো নাা জামাল ভূঁইয়া বাহিনীর। এএফসি এশিয়ান কাপের গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ২-১ গোল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এএফসি এশিয়ান কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ফুটবল দলের। তবে হারের মাধ্যমে শুরুটা হলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। আর ঘুরে দাঁড়ানোর ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ছিল তুর্কমেনিস্তান।
কিন্তু ফিফা ফুটবল র্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তুর্কমেনিস্তান। পাঁচ মিনিট পরেই সমতায় ফেরে ক্যাবরেরার শিষ্যরা।
বিশ্বনাথের লম্বা থ্রো রাকিবের ব্যাক হেডে চলে যায় দ্বিতীয় পোস্টের কোনায়। সেখান দাঁড়ানো মোহাম্মদ ইব্রাহিম দারুণ হেডে বল পাঠিয়ে দেন জালে। ক্যাবরেরার অধীনে বাংলাদেশ দল পায় প্রথম গোল। পরে আর কোনো গোল না হলে ১-১ ব্যবধানে থেকে বিরতিতে যায় দুদল।
ম্যাচ সমতায় থাকায় দ্বিতীয়ার্ধের শুরুতে অনেকটা খাপ ছাড়া ফুটবল খেলতে থাকে দুদলের ফুটবলারেই। সময় যতই গড়াতে থাকে খেলার গতি ততটা বাড়তে থাকে। গোলের বেশ কয়েকটি সুযোগও পান জামালরা। কিন্তু দক্ষ ফিনিশারের অভাবে গোল পাননি ক্যাবরেরার শিষ্যরা।
অন্যদিকে ম্যাচের ৭৫তম মিনিটে সুযোগ কাজে লাগিয়ে ব্যবধানে বাড়ায় তুর্কমেনিস্তান। এ সময় আরসালমারাত আমানাউয়ের দুর্দান্ত এক গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। এরপর ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত সেই ব্যবধান ধরে রাখলে জয় নিশ্চিত হয় তুর্কমেনিস্তানের।
এই হারের ফলে ২ ম্যাচে কোনো পয়েন্ট না নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতেই অবস্থান করছে বাংলাদেশ দল। আর ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে তুর্কমেনিস্তান। এদিকে একটি করে ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে মালয়েশিয়া ও বাহরাইন।
খবর সারাবেলা / ১২ জুন ২০২২ / এমএম