ভালোবাসায় সিক্ত মাহবুব রহমান রুহেল

৮ জুলাই চট্টগ্রাম এর আওয়ামী লীগ নেতা,শিল্পোদ্যোক্তা মাহবুব রহমান রুহেল এর ৫০ তম জন্মদিনকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ,ভক্ত সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মধ্যরাত হতে শুভেচ্ছা জানাতে থাকেন। হাজারো শুভাকাঙ্ক্ষী ,কর্মী সমর্থকদের লেখায় তরুণ সমাজে রুহেলএর ব্যাপক প্রভাবের চিত্র প্রতিফলিত হয়ে উঠে। কর্মী সমর্থকদের লেখায়,স্মৃতিচারণে প্রত্যাশায় মাহবুব রহমান রুহেল এর নানান দিক উঠে আসে। উঠে আসে মিরসরাইকে ঘিরে রুহেলের কর্মকান্ড,স্বপ্ন ,ভবিষ্যত কর্মপরিকল্পনা সহ নানান দিক।

পরিবেশপ্রেমী মাহবুব রহমান রুহেল এর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ এর সভাপতি তানভীর হোসেন তপুর সহায়তায়,মিরসরাই উপজেলা ছাত্রলীগ এর সভাপতি রাসেল চৌধুরী এর তত্বাবধানে ৩০০০ গাছ রোপন করেন মিরসরাই উপজেলা ছাত্রলীগ । অনেকে মানবিক নেতা রুহেল এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সামাজিক দূরত্ব মেনে দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেন।

আওয়ামী লীগ এর আলোকিত এই নেতার জন্মদিনে মসজিদে দোয়ার আয়োজন করা হয় মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়নে।৫০ তম জন্মদিনে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুহেল এর বর্ণাঢ্য জীবনের নানানদিক উঠে আসে। আমেরিকায় উচ্চশিক্ষা শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে ৯০ এর দশকে আন্তর্জাতিক মানের আইটি ট্রেনিং সেন্টার বেইজ লিমিটেড এর আইটি খাতে অবদান এর কথা ফুটে উঠে।

৫০ তম জন্মদিন এর প্রাক্কালে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জামিল চৌধুরী প্রত্যাশার কথা ব্যক্ত করে বলেন-জননেত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে বলেছিলেন আমার ছেলে জয় ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পুত্র রুহেল এই দুজনের হাত ধরে ড়িজিটাল বাংলাদেশের শুরু। সুতরাং শুধু মিরসরাই নয়,আগামির বাংলা বিনির্মান হবে সজিব ওয়াজেদ জয় ও মাহবুব রহমান রুহেল ভাইদের হাত ধরে।

আওয়ামী লীগের জন্য নীরবে চালিয়ে যাওয়া কার্যক্রমের কিছু চিত্র পাওয়া যায় জন্মদিনের শুভেচ্ছায়|২০০৫/০৬ সালে বিএনপি জামাতের দু:শাসন সম্পর্কে জনমত গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার সাথে রুহেল এর নানামুখী কার্যক্রম,বিএনপির এককোটি বিশ লাখ ভুয়া ভোটার তালিকা বাতিল করে ছবিযুক্ত শুদ্ধ ভোটার তালিকা প্রণয়ণ ,সিনেমা শিল্প ঘুরে দাড়াতে স্টার সিনেপ্লেক্স এর যাত্রা,মিরসরাই ইকোনোমিক জোনের শুরুর দিনগুলোতে রুহেল এর ভূমিকা সহ বহুমুখী কার্যক্রম এর চিত্র ভক্তসমর্থকদের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় বিধৃত হয়|

সুস্থ সুন্দর জীবন ,দীর্ঘায়ু কামনা করে মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন,২পৌরসভা,উক্ত ইউনিটগুলোর আওয়ামী লীগ এর কমিটি,সহযোগী সংগঠন ,মিরসরাই উপজেলা আওয়ামী লীগ,ছাত্রলীগ ,চট্টগ্রাম উওরজেলা ছাত্রলীগ,উত্তরজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান,চলচ্চিত্র সংশ্লিষ্ট কলাকুশলী ,তথ্যপ্রযুক্তি ,পর্যটন খাতের নেতৃবৃন্দ সহ নানাশ্রেণী পেশার মানুষরা শুভেচ্ছা জানান।

খবর সারাবেলা / ০৮ জুলাই ২০২০ / এমএম