ভারতে পাচার হচ্ছে কাচা চামড়া
কোরবানির পশুর চামড়ার দাম পড়ে যাওয়ার সুযোগে সক্রিয় হয়ে উঠেছে পাচারকারী চক্র। সীমান্তে কড়া নজরদারি থাকার পরও ভারতে কাঁচা চামড়া পাচার হচ্ছে। তবে, বাজার স্বাভাবিক না হলে এই তৎপরতা ঠেকানো কঠিন হবে বলে মনে করছেন আড়তদারেরা।
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত। রোববার গভীর রাতে এই এলাকা দিয়ে ভারতে পাচার হচ্ছিল কোরবানির পশুর চামড়া। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে চামড়া ফেলে পালিয়ে যায় পাচারকারী চক্র।কোরবানির ঈদের পর দেশের বাজারে পশুর চামড়ার দাম পড়ে যাওয়ার সুযোগে সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা।
চামড়া পাচার রোধে সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে বিজিবি। কিন্তু, এরপরও পাচারকারীদের তৎপরতা থামছে না।
ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজার স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা না নিলে, চামড়া পাচার রোধ করা কঠিন হবে।
বাজারের মন্দার কারণে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে কাঁচা চামড়া সংগ্রহে আগ্রহ কম দেখা গেছে আড়তদারদের। এতে বিপুল পরিমাণ চামড়া অসংগৃহীত অবস্থায় রয়েছে। আর এতে বেড়েছে পাচারের ঝুঁকি।
খবর সারাবেলা / ২১ আগস্ট ২০১৯ / টি আই