ভারতের কাছে হেরে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে
নেপালের কাছে হারার পর বিদায়ের রাগিণী বেজে উঠেছিল। ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হিমাংশু জাংরার হ্যাটট্রিকের সুবাদে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্বাগতিক দল। শনিবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে নেপাল।
গত বছর নেপালের ললিতপুরে দ্বিতীয়বার টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই শ্রেষ্ঠত্ব এখন অতীত। টুর্নামেন্টে তৃতীয় হয়ে শেষ করল লাল-সবুজ জার্সিধারী কিশোররা। দুপুরে যখন ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালের পথে নিজেদের এগিয়ে রাখে নেপাল তখনই বোঝা গিয়েছিল, বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। কিন্তু হল উল্টো। চাপ নিতে পারেনি আল আমিন রহমান ও মিরাদরা।
ম্যাচের ২৮ মিনিট পর্যন্ত ভারতকে আটকে রাখে বাংলাদেশ। তারপর আর পারেনি। গোলের শুরুটা করে হ্যাটট্রিকম্যান হিমাংশু জাংরা। ২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেয় সে (১-০)। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে হিমাংশু (২-০)। মিনিটপাঁচেক পর হ্যাটট্রিক পূর্ণ হয় তার (৩-০)। শেষদিকে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় রেনেদি মিত্তি (৪-০)।
বাংলাদেশ টুর্নামেন্টে চার ম্যাচ খেলে দুটিতে হেরেছে। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ভুটানের বিপক্ষে ৫-২ ও শ্রীলংকার বিপক্ষে ৭-১ গোলে। তৃতীয় ম্যাচে নেপালের কাছে হারে ৪-১ গোলে। ম্যাচ শেষে হতাশ বাংলাদেশ দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ বাবু বলেন, ‘আমরা বেশ ক’টি গোলের সুযোগ পেয়েছিলাম। অন্তত একটি গোল করতে পারলে ম্যাচের টার্নিং পয়েন্ট পেয়ে যেতাম। ছেলেরা প্রাণপণ চেষ্টা করেছে, যাতে জয় নিয়ে ফিরতে পারে। আমাদের দুর্ভাগ্য। নইলে এমন বাজে গোল আমরা হজম করব কেন।’ আজ রাতে দেশে ফিরবে কিশোর ফুটবলাররা।
খবর সারাবেলা। ৩১ আগষ্ট ২০১৯। টি আই