ভক্তকে বিয়ে করে আলোচনায় রাখি
বলিউড ‘আইটেম গার্ল রাখি’ সাওয়ান্ত। এছাড়া বলিউডের বিতর্কের রাণীও বলা হয় তাকে। এবার ভক্তকে বিয়ে করে আবারও আলোচনায় এলেন তিনি।
জিনিউজ জানায়, গত ২৮ জুলাই মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই ভক্তকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। নাম রীতেশ। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
ক্ষুদেবার্তা চালাচালি করতে গিয়েই ব্যবসায়ী রীতেশের সঙ্গে পরিচয় এরপর প্রেমের সম্পর্কও চলছিল বেশ কিছুদিন ধরে বলে জানান তিনি।
রীতেশের সঙ্গে কীভাবে পরিচয় এর জবাবে রাখি বললেন, ‘প্রতিদিন ভক্তদের কাছ থেকে প্রচুর মেসেজ পাই। সব সময় তা পড়া হয় না। একদিন মনটা ভালো ছিল না। তখন একটা মেসেজ আমাকে অবাক করে। একজন লিখেছেন, “আপনার মন খারাপ? আমি লিখলাম, কীভাবে বুঝলেন? তিনি লিখলেন, “আমি আপনার ভক্ত। অনেক দিন থেকে আপনাকে ফলো করছি। তাই অনেক কিছু বুঝতে পারি।’ সত্যি বলতে, আমি সেদিন ওর প্রেমে পড়ে যাই। মনে মনে স্থির করি, ওকেই বিয়ে করব।’
এছাড়া ইন্ডাস্ট্রিতে কাজ হারানোর ভয়ে বিয়ের খবরটি লুকাতে চেয়েছিলেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আগে আমি দেখেছি, বিয়ের পরে মেয়েরা কাজ পায় না। দীপিকা বা প্রিয়াঙ্কার মতো বড় তারকাদের কোনো সমস্যা হয় না। ওরা কাজ পাবেই। কিন্তু আমি আইটেম ডান্সার। আমার ক্ষেত্রে ভিন্ন। কিন্তু এখন আমি আর সেসব নিয়ে ভাবছি না। আমি খুব সুখী।’
তবে বিয়ের খবর দিলেও তাদের বিয়ের কোনো ছবি প্রকাশ করেননি তিনি। রাখি সাওয়ান্ত আরও বলেন, ‘রীতেশ এখনই মিডিয়ার সামনে আসতে চান না। ২০২০ সালে আমি মা হতে চাই। রীতেশ কথা দিয়েছেন, তখন সন্তানকে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে ফোটোশুট করব।’
এর আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দীপক কালালকে বিয়ে করতে গিয়ে বলিউডে শোরগোল ফেলে দেন রাখি।
খবর সারাবেলা / ০৫ আগস্ট ২০১৯ / টি আই
 
                                 
			
          
				 
				 
				 
				 
				



