বোলার সৌম্যকেও চায় বাংলাদেশ

এক ম্যাচে প্রতিপক্ষ দলের প্রথম তিন ব্যাটসম্যানের উইকেট। ম্যাচটা বিশ্বকাপের, প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া, তিন ব্যাটসম্যান ডেডিভ ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও উসমান খাজা। বোলারের নামটা মনে পড়েছে তো? হ্যাঁ, সৌম্য সরকার।

তিনি বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান। ব্যাট হাতে তামিম ইকবালের সঙ্গে মিলে ঝোড়ো শুরু এনে দেবেন দলকে কিংবা পরিস্থিতি বুঝে করবেন দেখেশুনে ব্যাটিং। এটাই তো সৌম্যর কাছে চাওয়া। কিন্তু ইদানীং যে সৌম্যের দেখা মিলছে, তাঁর কাছে শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও যেন কিছু প্রত্যাশা তৈরি হয়েছে। সেটি তৈরি করেছেন সৌম্য নিজেই। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচটার কথাই ধরুন না। এমন বোলিংয়ের পর কোনো অধিনায়ক না চাইবেন সৌম্যর হাতে বল তুলে দিতে! শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে পরশু অনুশীলন ম্যাচের পর তো মনে হচ্ছে, এই সিরিজেও ব্যাটিংয়ের পাশাপাশি বোলার সৌম্যকে সমানভাবে চাইবে বাংলাদেশ।