বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছো বলে
বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছো বলে
বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছো বলে
তুমি-যে কেবলই কাঁদতে,
কালো মেঘ সরে গেলে বৃষ্টিও থেমে যায়;
সে কথা কি পারলে না ভাবতে!
আমার দেয়া ফুল ফিরিয়ে দিলে
দেখে তার বোঁটাটার কাঁটাটা,
দেখলে না গোলাপের পাঁপড়ির পরতে
আবেগের উষ্ণতা কতোটা?
গোলাপের সে বিলাপ মর্মের পরিতাপ
শুনতে যদি তুমি খোঁপাতে তা বাঁধতে-
কালো মেঘ সরে গেলে বৃষ্টিও থেমে যায়;
সে কথা কি পারলে না ভাবতে!
ঝড় যদি ঘর ভাঙ্গে সেই ঘর আবার গড়া যায়,
তুমি যদি মন ভাঙ্গো সেই মন চিরতরে পোড়া যায়।
পোড়া মন গড়া যায় না পোড়া মন জোড়া যায় না;
সে কথা মানলে তুমি মিলনের সুরই শুধু সাধতে-
কালো মেঘ সরে গেলে বৃষ্টিও থেমে যায়;
সে কথা কি পারলে না ভাবতে!
খবর সারাবেলা / ২৬ ডিসেম্বর ২০২০/এমএম