বুসান আন্তর্জাতিক মৎস্য মেলায় বাংলাদেশ দূতাবাসের অংশগ্রহণ

November 6, 2021

দক্ষিণ কোরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক খাদ্য ও মৎস মেলা ‘বুসান আন্তর্জাতিক সামুদ্রিক খাদ্য ও মৎস্য মেলা-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। সিউলস্থ বাংলাদেশ দূতাবাস এ মেলায় অংশগ্রহণ করেছে। বিগত কয়েক বছর যাবত বাংলাদেশ এই মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে দূতাবাস এবং এ মেলার মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত মাছ ও সামুদ্রিক খাদ্য প্রদর্শন করে আসছে। আন্তর্জাতিক সামুদ্রিক খাদ্য ও মৎস্য মেলাটি গত ৩ থেকে ৫ নভেম্বর পর‌্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।

এ মেলা বুসান মেট্রোপলিটন সিটি কর্তৃপক্ষ ও বুসান এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার (বেক্সকো), ন্যাশনাল ফেডারেশন অব ফিশারিজ কো-অপারেটিভস এবং কোরিয়া ফিশারি ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মিলিত সহযোগিতায় আয়োজিত হয়ে আসছে। ‘বুসান আন্তর্জাতিক সামুদ্রিক খাদ্য ও মৎস্য মেলা-২০২১’-এ দক্ষিণ কোরিয়াসহ ১৪টি দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে মোট ৫৫১টি বুথ (৩৬টি বিদেশি ও ৫১৫টি কোরিয়ান)-এর মাধ্যমে তাদের সামুদ্রিক খাদ্য ও মৎস্য জাতীয় পণ্যসমূহ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে।

গত ৩ নভেম্বর সকালে দক্ষিণ কোরিয়ার বুসান শহরের ডেপুটি সিটি মেয়র কিম ইয়ন এ মেলার উদ্বোধন করেন এবং পরবর্তীতে অন্যান্য বিশেষ অতিথিবৃন্দকে সাথে নিয়ে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন।উল্লেখ্য, বাংলাদেশ প্যাভিলিয়নের আকর্ষণীয় দৃষ্টিনন্দন উপস্থাপনা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। মেলা চলাকালে প্রতিদিন প্রায় ১০০ জন কোরীয় ও বিদেশি দর্শনার্থী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন।তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশি বিভিন্ন প্রজাতির মাছ বিশেষত ইলিশ, রুই, পাঙ্গাস, তেলাপিয়া, শিং মাছ, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, হরিনা চিংড়ি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

মেলায় বাংলাদেশের সামুদ্রিক খাদ্য ও মৎস্য বিষয়ক লিফলেট, পোস্টার ও ব্যানার দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হয় এবং এ সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ মেলা কোরিয়ান ও অন্যান্য দেশের মৎস আমদানিকারীদের নিকট বাংলাদেশের মৎস্য সম্পদ ও সামুদ্রিক খাদ্য বিষয়ক তথ্য তুলে ধরার অনন্য সুযোগ। মেলায় বাংলাদেশি মাছের বিষয়ে আন্তর্জাতিক ব্যবসায়ীদের গভীর আগ্রহ পরিলক্ষিত হয়েছে। ‘বুসান আন্তর্জাতিক সামুদ্রিক খাদ্য ও মৎস্য মেলা-২০২১’ মেলায় বাংলাদেশের সফল অংশগ্রহণ ভবিষ্যতে বাংলাদেশ ও কোরিয়াসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খবর সারাবেলা / ০৬ নভেম্বর  ২০২১ / এমএম