বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নোনাজলের কাব্য

September 16, 2020

৬৪তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের পর এবার ২৫তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে বাংলাদেশি ছবি ‘নোনাজলের কাব্য’। এটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।

আগামী ২১ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য এ উৎসবে ছবিটি বুসান সিনেমা সেন্টারে প্রদর্শিত হবে। উৎসবটি প্রতি বছর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত হয়। এর আগে আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ৬৪তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এটি আমার প্রথম ছবি। এই বৈরী পরিবেশে দুটো বিশ্বমানের চলচ্চিত্র উৎসবে স্থান করে নেয়ায় আমি খুবই আনন্দিত। আশা করছি ২০২১ সালের শুরুর দিকেই বাংলাদেশের দর্শক ছবিটি দেখতে পাবেন।’

খবর সারাবেলা / ১৬ সেপ্টেম্বর ২০২০ / এমএম